ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, জানুয়ারি ২৩, ২০১৫
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মসজিদের এক মোয়াজ্জিন নিহত হয়েছেন। নিহত মোয়াজ্জিন তছির প্রামানিক (৭০) সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুকুরপাড়া গ্রামের বাসিন্দা।



শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৭৮৬৪) হরিণচড়া বাজারে কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকের ধাক্কায় পথচারী মোয়াজ্জিন ঘটনাস্থলেই নিহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।