ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মাধবপুরে ৫৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, জানুয়ারি ২৩, ২০১৫
মাধবপুরে ৫৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গোবিনপুর এলাকা থেকে ৫৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় বিজিবির মনতলা বিওপির জোয়ানরা পরিত্যক্ত অবস্থায় মদগুলো উদ্ধার করে।



বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা বিওপির নায়েক সুবেদার সেলিম উল্লার নেতৃত্বে বিজিবি জোয়ানরা ভোরে গোবিনপুর এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে জোয়ানরা ১৩টি বস্তায় মোড়ানো অবস্থায় ৫৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এর মধ্যে রয়েল স্ট্যাক ৩৭৫ এম এল ৭৫ বোতল, ১৮০ এম এল ৯১ বোতল, ম্যাগডুয়েলস ৩৭৫ এম এল ২৬ বোতল, ১৮০ এম এল ৪৪ বোতল, অসিবলু ৩৭৫ এম এল ৬৭ বোতল, হোয়াইট ম্যাজিক ৩৭৫ এম এল ২৪ বোতল ও ১৮০ এম এল ২১৬ বোতল মদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।