ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

গাবতলীতে ট্রাক উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, জানুয়ারি ১৮, ২০১৫
গাবতলীতে ট্রাক উল্টে নিহত ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় মাল বোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।



শনিবার (১৭ জানুয়ারি) দিনগত গভীর রাত সোয়া ১২টার দিকে ওই এলাকার আল্লারদান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন-তাইজ উদ্দিন ওরফে জলিল (২০)।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে গাবতলী বাস টার্মিনালের বিপরীতে আল্লারদান হোটেলের সামনে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে উল্টে যায়।

এতে ওই ট্রাকের উপরে থাকা কয়েকজন শ্রমিক ছিটকে পড়েন সড়কে। কয়েকজন আহত হলেও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরেক শ্রমিকের মৃত্যু হয় বলে ওসি রফিক জানান।
তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫, আপডেট: ০৯০৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।