ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জানুয়ারি ১৭, ২০১৫
রাজশাহীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: তানোরে বাবলু হেমব্রম হত্যা, নওগাঁয় বুলো রানীকে ধর্ষণের পরে হত্যা, দিনাজপুরে টুডু সারেন হত্যাসহ উত্তরাঞ্চলজুড়ে আদিবাসীদের ওপর নির্যাতন-উচ্ছেদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় বক্তারা বলেন, উত্তরাঞ্চলে একের পর এক আদিবাসীদের নির্যাতন, ধর্ষণ ও খুনসহ বসবাসরতদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। প্রশাসনের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক গনেশ মাঝি, সাংবাদিক ও জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।