ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

রানা প্লাজা ধস মামলা

রফিকুল হাসানের জামিন আদেশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জানুয়ারি ১৫, ২০১৫
রফিকুল হাসানের জামিন আদেশ বহাল

ঢাকা: বহুল আলোচিত রানা প্লাজা ধস মামলায় গ্রেফতার ইঞ্জিনিয়ার রফিকুল হাসানের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ জামিন আদেশ দেন।



আদালতে রফিকুল হাসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলালউদ্দীন মোল্লা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মাসুদ হাসান চৌধুরী।

২০১৩ সালের ১৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ইমারত নির্মাণ আইনে করা মামলায় ওই বছরের ২৯ মে গ্রেফতার হন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান। আপিল বিভাগ ২০১৪ সালের ১৫ জুলাই তাকে জামিন দেন।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে লিভ টু আপিল শুনানি শেষে আপিল বিভাগ এ জামিন আদেশ বহাল রাখেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।