ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি খালেদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জানুয়ারি ১৩, ২০১৫
রিয়াজ রহমানের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি খালেদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির অন্যতম নেতা রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ ও তার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ম‌ঙ্গলবার ‍রাতে ওই ঘটনার পর তার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ দাবি জানান।



রিয়াজ রহমানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আমার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে পুলিশ বেষ্টনীর অদূরে তার ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। বিরোধী দলের ওপর এমন নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না।

তিনি বলেন, সরকারের উচ্চ মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর রিয়াজ রহমান এমন হামলার শিকার হলেন। অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের ধরে আইনামলে এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

বিএনপি প্রধান বলেন, দেশে সুপরিকল্পিতভাবে এ ধরনের ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যকলাপের পরিণাম শুভ হবে না বলে আমি ক্ষমতাসীনদের সতর্ক করে দিচ্ছি। সন্ত্রাস, গুপ্ত হামল‍া, গুম, খুনের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে তার পুরো দায় শাসক মহলকেই বহন করতে হবে।  

বিবৃতিতে রিয়াজ রহমানের আশু সুস্থতাও কামনা করেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।