ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

সুন্দরবনের দস্যু মঞ্জুবাহিনীর সদস্য আব্দুল করিম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জানুয়ারি ১৩, ২০১৫
সুন্দরবনের দস্যু মঞ্জুবাহিনীর সদস্য আব্দুল করিম আটক

সাতক্ষীরা: সুন্দরবনের দস্যু মঞ্জু বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল করিমকে (৩০) আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ভোরে তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মৌখালি গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক আব্দুল করিম মৌখালি গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর করিমের বিরুদ্ধে সুন্দরবনে দীর্ঘদিন ধরে দস্যুতার অভিযোগ রয়েছে। তিনি বনদস্যু মঞ্জু বাহিনীর সক্রিয় সদস্য।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।