ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

হিলি সীমান্তে নারী-শিশুসহ ৫ ভারতীয় আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জানুয়ারি ১১, ২০১৫
হিলি সীমান্তে নারী-শিশুসহ ৫ ভারতীয় আটক ছবি: প্রতীকী

হিলি(দিনাজপুর): বাংলাদেশে অনুপ্রবেশের পর পুনরায় ভারতে ফিরে যাওয়ার সময় নারী-শিশুসহ একই পরিবারের ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।



আটক ভারতীয়রা হলেন-ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার সিদ্ধান্তপাড়া থানার বারাকপুর গ্রামের মৃত কাঞ্চন নন্দির ছেলে ভারত নন্দি (৬০), তার ছেলে তারক নন্দি (৩৬), ছেলে বউ রানু নন্দি (৩২), তার দুই নাতি শান্ত নন্দি (১৪) ও সৌরভ নন্দি (১০)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক নারী-পুরুষদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।