ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

সৌদি দূতাবাসের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, জানুয়ারি ৯, ২০১৫
সৌদি দূতাবাসের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নতুনবাজার এলাকায় সৌদি দূতাবাসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সৌদি দূতাবাসের সামনে হঠা‍ৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এছাড়া এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিস্ফোরণস্থলের পাশেই ছিলেন ফল বিক্রেতা রফিকুল ইসলাম। তিনি বাংলানিউজকে জানান, তার পাঁচ হাত দূরেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে কাউকে চিনতে পারেননি।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।