ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, অক্টোবর ১৮, ২০২৫
কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ফায়ার সার্ভিসের রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।  

শনিবার (১৮ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোবটটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্রের মধ্যে অন্যতম। এতে দ্রুত এবং নিরাপদভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব, যা বিপজ্জনক এলাকায় মানুষের জন্য ঝুঁকি কমায়।

কারখানা, গুদাম বা তেল-গ্যাস স্থাপনার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সরাসরি ফায়ার ফাইটারদের প্রবেশ করানো বিপজ্জনক হওয়ায় রিমোট কন্ট্রোল রোবট ব্যবহার করা হয়। এটি শক্তিশালী ফ্যান ও পানির জেটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ ধোঁয়া ও গরম বাতাস দূর করে।  

দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। ঢাকায় আসা ফ্লাইটগুলোগে চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হচ্ছে।  

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।