ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়, কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তাব পেশ: আইন উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, অক্টোবর ১৫, ২০২৫
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়, কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তাব পেশ: আইন উপদেষ্টা আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ঢাকা: সুপ্রিম কোর্টের জন্য পৃথক সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল৷ আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে৷ এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি৷ কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে৷ এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব৷ উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে৷ আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো।

আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়৷ আমার কাছে মনে হয় এটার কি উত্তরণ হয়েছে? আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতো তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো৷ আর এখন উপদেষ্টা পরিষদের থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে৷ এটা তো ভালো৷ এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়৷

জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।