কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ দারাজ সাদ আল-শুরাইয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তারা সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
সোমবার (১৩ অক্টোবর) কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধানের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর প্রধান বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
টিআর/আরবি