ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
ইইউডি/আরএইচ