ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি করবেন না।
তিনি আরও বলেন, “মনে রাখবেন, পেশীশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। এখন যদি তেল দেওয়া শুরু করেন, নির্বাচনের পর সেই তেল ফুরিয়ে যাবে। তাই যে তেল আছে রিজার্ভ রাখুন, পরে কাজে লাগাতে পারবেন। ”
স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণের জন্য সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনে দুর্গাপূজায় সারাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। গতবারের মতো এ বছরও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পুলিশের সহযোগিতায় গত বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এমএমআই/এইচএ/