ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

ডিএসসিসির ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, আগস্ট ৬, ২০২৫
ডিএসসিসির ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালনা কমিটির সপ্তম কর্পোরেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে।

বুধবার (৬ মার্চ) নগর ভবনের অডিটোরিয়ামে বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে  ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বাজেট বক্তব্য উপস্থাপন করেন।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের হিসেবে প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫.১৬ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৩২০.৪০ কোটি টাকা, মোট অন্যান্য আয় ৭৯.৫৫ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১৪৬৯.২৪ কোটি টাকা।

অন্যদিকে ব্যয়ের হিসেবে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬৩৫.৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫.০১ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬.৬৪ কোটি টাকা, ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১৪৬৯.২৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২৩৪৫.৮৮ কোটি টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫.১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত।

উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন নগরবাসীর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে ক্ষেত্রমতো বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।  

ডিএইচবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।