ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, আগস্ট ২, ২০২৫
গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে  সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন/ ছবি: শাকিল আহমেদ

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে সকাল ১০টায় এ মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১০টা তিন মিনিটে ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। কাজ করছে নয়টি ইউনিট।

ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

এদিকে সকাল ১১টায় সুন্দরবন মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, মার্কেট থেকে ধোঁয়া বের হচ্ছে। অনেক ব্যবসায়ী ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই প্রতিবেদন লেখার সময় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানায় যায়নি।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।