ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ ড্রাইভারের প্লট বরাদ্দের প্রমাণ দুদকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ২৪, ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ ড্রাইভারের প্লট বরাদ্দের প্রমাণ দুদকে দুর্নীতি দমন কমিশনের লোগো।

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ জন ড্রাইভারকে প্লট বরাদ্দ দেওয়ায় অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দে নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজউকের ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় জানতে পারে, ১৩/এ ধারায় রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে ৪ শ্রেণিতে প্লট বরাদ্দ করা হয়েছে। প্লট বরাদ্দের ক্ষেত্রে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে রাজউককে চিঠি প্রদান করলে রাজউক সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। উক্ত প্রকল্পে ১৩/এ ধারার আওতায় বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এর ড্রাইভার, বিশেষ সহকারীর ড্রাইভার, সহকারী একান্ত সচিব-১ এর ড্রাইভার, একান্ত সচিব ১ ও ২ এর ড্রাইভার, প্রটোকল অফিসারের ড্রাইভার, মুখ্য সচিবের ড্রাইভার, চিফ ফটোগ্রাফারের ড্রাইভারসহ প্রায় ১৫ জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়। প্লট বরাদ্দে দুর্নীতি ও অনিয়মের সত্যতা সংক্রান্ত অভিযোগের বিস্তারিত যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত রেকর্ডপত্র বিশ্লেষণান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।