দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক মাঠে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য তাদের অটুট রয়েছে বলেও জানিয়েছেন।
এনডি/এইচএ/