ঢাকা রাজধানীর ডেমরায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ডেমরা শাপলা চত্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ওই যুবক ভবনের ভেতরে সন্দেহজনকভাবে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে ঘিরে ফেলেন আশপাশের লোকজন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুরে দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাকন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক নির্মাণাধীন ভবনে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন বলে স্থানীয়দের দাবি। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার পরনে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কেউ অপরাধী হলেও বিচার আইনের মাধ্যমেই হতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এজেডএস/এএটি