ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, মে ২৬, ২০২৫
বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের নাম কামরুল আহসান সাধন। বয়স ৫৪ বছর, ব্যক্তিগত জীবনে বিবাহিত হলেও কোনো সন্তান ছিলনা তার।   তিনি গুলশান থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রাথমিক ভাবে জানা গেছে, দুইজন দুর্বৃত্ত হেঁটে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে দ্রুত পালিয়ে যায়।  

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক মাহমুদ জানান, নিহত সাধন ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তরা সেখানে ঘোরাঘুরি করছিল বলে জানা গেছে।

ওসি সাইফুল ইসলাম জানান,ঘটনার বিস্তারিত জানার জন্য ও অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এজেডএস/এমএম 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।