ঢাকা: কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
বুধবার (২১ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
কোর্সটি শনিবার (১৮ মে) শুরু হয়ে বুধবার (২১ মে) শেষ হয়।
এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। কোর্সটির আয়োজন করে ইউএসএ অ্যাম্বাসি।
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ২০২১ সাল থেকে ইউএস আর্মির পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ কোর্স’সহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।
এজেডএস/জেএইচ