ঢাকা: নারীর সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ শীর্ষক মিছিল শুরু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই মিছিল শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ফার্মগেট গিয়ে পুনরায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিরে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, আদিবাসী, হিজড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষ অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীদেরকে নারীর অধিকার ও মর্যাদা সংক্রান্ত বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নানা বয়সী নারী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন।
মিছিল শুরুর আগে নারীদের বিভিন্ন অধিকার সম্বলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়।
আরকেআর/এসআইএস