ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সদস্য পদ স্থগিত করলো অফিসার্স ক্লাব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, মে ১২, ২০২৫
পররাষ্ট্র সচিবের সদস্য পদ স্থগিত করলো অফিসার্স ক্লাব মো. জসীম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।

সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।

পররাষ্ট্র সচিব ছাড়াও যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে, তারা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।

টি আর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।