ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

৫০ ঘণ্টা পর শাহবাগে যানচলাচল স্বাভাবিক, অবস্থান চালিয়ে যাবেন আহতরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, মে ১২, ২০২৫
৫০ ঘণ্টা পর শাহবাগে যানচলাচল স্বাভাবিক, অবস্থান চালিয়ে যাবেন আহতরা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার অবস্থান এবং পরে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে লিখিত নোটিশের দাবিতে আহতদের আন্দোলনের ফলে দীর্ঘ ৫০ ঘণ্টা রাজধানীর শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ছিল।  

রোববার রাত ৮ টার পর থেকে তা স্বাভাবিক হয়েছে।

 

গত শুক্রবার বিকেল পাঁচটায় আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্রজনতা।  

পরে শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বন্ধের ঘোষণা আসে। ঘোষণার পরও ছাত্রজনতা শাহবাগ এলাকা ছেড়ে যাননি।  

রাত সাড়ে তিনটা নাগাদ সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক ঘোষণা করে হাসনাত আব্দুল্লাহ সবাইকে ঘরে ফিরে যেতে বললে আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছেড়ে যান। তবে আন্দোলনে অংশ নেওয়া জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল শাহবাগে রয়ে যান।  

তারা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি লিখিত রোডম্যাপ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।  

এতে রোববার দিনভরও শাহবাগ মোড় দিয়ে যান চলাচল করতে পারেনি। তবে সন্ধ্যার পর পুলিশের একটি দল শাহবাগের ব্যারিকেড সরিয়ে দিলে তারা আর অবরোধ ধরে রাখতে পারেননি।  

রাত ৮ টা নাগাদ অবরোধ তুলে নিয়ে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন। এরপর থেকে তারা সেখানে অবস্থান করছেন।  

রোববার রাত ১ টা নাগাদ এই আহতদের সাথে কথা বলে জানা যায়, তারা রাতভর এখানে অবস্থান করবেন এবং আগামীকাল পুনরায় আন্দোলন করবেন।  

তবে আবারও শাহবাগ অবরোধ করবেন কী না, সে বিষয়ে তারা সকালে সিদ্ধান্ত নেবেন।  

আন্দোলনকারীরা বলছেন, তারা সরকারের মুখের কথা বিশ্বাস করতে পারছেন না। ৩০ কার্যদিবসের মধ্যে যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করা হবে, সে বিষয়ে একটি লিখিত রোডম্যাপ তারা চান। একইসাথে আহতদের ভালো চিকিৎসার দাবি জানান তারা।  

আন্দোলনকারীদের একজন মোহাম্মদ আরমান বাংলানিউজকে বলেন, পূর্বেও সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল। এসব মৌখিক কথা মুনাফেকি। আমরা লিখিত নোটিশ চাই। আমাদের আপাতত অবরোধের চিন্তা নেই। সরকার আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাব।  

আরেক আন্দোলনকারী শাহীনুর রহমান বলেন, আজ লোকবল কম থাকায় আমরা অবরোধ ধরে রাখতে পারিনি। আগামীকাল সারাদেশ থেকে আহতরা শাহবাগে আসবেন। তারপর আমরা আবারও শাহবাগ মোড় অবরোধ করতে পারি। তবে সরকার আমাদেরকে ঘোষণাপত্র জারির একটি রোডম্যাপ দিলে আমরা চলে যাব।  

এফএইচ/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।