ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের লাল পাসপোর্টের বৈধতা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে তিনি এমনটি জানান।
সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়া নিয়ে উচ্চপর্যায়ে কমিটি হয়েছে। তদন্তের আগেই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাড়ে ৯০০ লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাহলে তার পাসপোর্ট কেন বহাল রাখা হলো- এমন প্রশ্নের জবাব উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্তের জন্য কমিটি করা হয়েছে। আর তিনি ছিলেন একজন রাষ্ট্রপতি, তার জন্য এটা প্রযোজ্য কি না তা দেখতে হবে।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির কাছে এই পাসপোর্ট রাখা বৈধ ছিল না অবৈধ ছিল, তা তদন্ত করে দেখা হবে। রাষ্ট্রপতিরা কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পান। তাই প্রটোকলের বাইরে কিছু হয়েছে কি না, তা দেখা হবে।
জিসিজি/আরএইচ