ঢাকা: সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় ‘কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।
সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
তিনি বলেন, গত সভায় অধ্যাদেশটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আজ চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।
আসিফ নজরুল আরও বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। বাংলাদেশে সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লেগে যায়। আমরা এতে অনেকগুলো পরিবর্তন এনেছি। তার মধ্যে রয়েছে, আগের আইনে ইচ্ছামতো মামলা মূলতবি করা যেত, এখন সেটা করা যাবে না। আর্জি
মৌখিকভাবে নয়, লিখিতভাবে দিলেই চলবে। সমন জারির ক্ষেত্রেও সহজতর পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। আশা করি, এসব পরিবর্তনের ফলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।
এর আগে, গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। পরে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামত নিয়ে খসড়া অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদ চূড়ান্তভাবে অনুমোদন করে।
এমআইএইচ/এসআইএস