ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

চীনে মেডিকেল ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মে ৪, ২০২৫
চীনে মেডিকেল ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে।

রোববার ( ৪ মে) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীন ও বাংলাদেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছিল তা বাস্তবায়নের জন্য, জনস্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে কর্মী বিনিময় সহজতর করার জন্য, বাংলাদেশে চীন দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধামূলক ব্যবস্থা চালু করেছে।

১. বৈধ  লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক সার্টিফিকেট এবং আত্মীয়তার প্রমাণের জন্য গ্যারান্টি লেটার জারি করতে পারে, যা তাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট গ্রহণ থেকে অব্যাহতি দেয়।

২. ‘গ্রিন চ্যানেল’ পরিষেবা চালু: মেডিকেল ভিসার জন্য দূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্র (তৃতীয় তলা, প্রাসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা)  অনুসন্ধানে  হটলাইন (দূতাবাস: ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯; ভিসা কেন্দ্র: ০২২২৬৬০৩২৬১) এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ (০১৮৮৫০৪১৩৬৪) চালু  করেছে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই মেডিকেল ভিসা  অগ্রাধিকার দেওয়া হবে এবং পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি নিবেদিতপ্রাণ কাউন্টার স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে আবেদনকারীরা অপেক্ষা না করে নথি জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসার জন্য  গ্রিন চ্যানেলে একই দিনে ভিসা জারি করা হবে।

৩. মেডিকেল ভিসা আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার দেওয়া হবে। যেখানে শারীরিক অসুস্থতার জন্য সশরীরে উপস্থিত না থাকলেও একটি ট্রাভেল এজেন্সির গ্যারান্টি চিঠি দূরবর্তী সাক্ষাৎকার প্রক্রিয়া অনুমোদন করতে পারে।

চীনা চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক রোগীদের জন্য ব্যাপক রোগ নির্ণয় এবং চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, পুনর্বাসন এবং চিকিৎসা সেবার জন্য আরও বাংলাদেশি নাগরিকদের চীন ভ্রমণে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো কোন কোন চীনা হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে তার ওপর চীনা দূতাবাস কোনো বিধিনিষেধ আরোপ করে না। অথবা চীনা ভিসার জন্য আবেদনকারীদের ডকুমেন্টেশনে সহায়তা করার জন্য লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলোর ওপর কোনও বিধিনিষেধ আরোপ করে না।

টিআর/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।