ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের ১১ তলা বিশিষ্ট সাব্বির টাওয়ারের ছাদে থাকা টিনশেড ঘরে মজুত ছিল বিপুল পরিমাণ বৈদ্যুতিক যন্ত্রাংশ ও প্লাস্টিকের মালামাল।
রোববার (৪মে) রাত ১২ টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. ছালেহ উদ্দিন জানান, পুরো ছাদজুড়ে থাকা টিনশেড ঘরের ভেতরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক যন্ত্রাংশ ও প্লাস্টিক জাতীয় দাহ্য সামগ্রী মজুত ছিল। ঘরটিতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না, একটি মাত্র দরজা ছিল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, ভবনের ওপরের তলায় পানির চাপ কম থাকায় প্রথমদিকে কাজ কঠিন হয়ে পড়ে। তবে আমাদের ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাপণ পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে।
উদ্ধার তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ভবনটিতে কেউ আটকে পড়েনি এবং হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। আগুন যদি নিচতলায় লাগত, তাহলে ছাদ পুরোপুরি বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। ভাগ্যক্রমে ছাদে আগুন লাগায় ভবনের লোকজন নিরাপদে নিচে নেমে আসতে পেরেছে।
তিনি আরও জানান, আগুনের কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পুরোপুরি নির্বাপণ শেষে তদন্ত করে সূত্রপাত জানা যাবে।
এছাড়া তিনি আশপাশের বহুতল ভবনের ছাদে অবৈধ স্থাপনা আছে কিনা, সেদিকে নজর রাখার আহ্বান জানান।
এমএমআই/এমজে