ঢাকা: রাজধানীর মগবাজারে ছিনতাইসহ খুন মামলার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)।
সোমবার (১৪ এপ্রিল) ভোরে সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের কোতয়ালী থানার সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে হাবিবুল্লাহ হাবিব (১৮) রমনার ১৯ নিউ ইস্কাটন (মিডিয়া গলি) এর একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। গত ১৫ ডিসেম্বর রাতে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে তিনজন ছিনতাইকারী মোটর সাইকেল যোগে এসে হাবিবের রিকশার গতিরোধ করে। তারা হাবিবের মোবাইল ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হাবিব বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেইদিন বিকালে হাবিবের মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ ডিসেম্বর হাবিবের বাবা মো. নায়েব আলীর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, ক্লু-লেস এই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ বা আসামিদের তথ্য না থাকলেও ডিবি-তেজগাঁও বিভাগ নিবিড় তদন্তে অপরাধের ধরন ও অপরাধের কৌশল বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করে। পরবর্তীতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তারা তাদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে একটি মাদক মামলায় জেলহাজতে রয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার সক্রিয় ছিনতাইকারী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এজেডএস/এমএম