ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে মিলল মা-শিশুসহ তিনজনের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
সিদ্ধিরগঞ্জে মিলল মা-শিশুসহ তিনজনের মরদেহ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি অবস্থায় মা ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার আমির হোসেনের বাড়ির পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আব্দুুল ছামাদের দুই মেয়ে লামিয়া আক্তার (২২), স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)।

এর আগে সকালে বস্তাবন্দি অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা লিখন (২৭) জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন কল করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের স্বজনরা জানান, মৃত লামিয়ার স্বামী মো. ইয়াসিন মাদকাসক্ত। তিনি কোনো কাজকর্ম করতেন না। ফলে লামিয়ার সঙ্গে তর্কবিতর্ক হতো। প্রাথমিকভাবে মৃত লামিয়ার স্বামী ইয়াসিন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তার আত্মীয়-স্বজনরা দাবি করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।