ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩২ সালের প্রথম দিন পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রার মোটিফে জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছের পাশাপাশি থাকছে জুলাইয়ের ছাপ। মোটিফে স্থান পাবে ফ্যাসিবাদের ভয়াল মুখাকৃতি ও মুগ্ধের পানির বোতল।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোভাযাত্রার উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান এবছরের শোভাযাত্রায় বড় সাতটি মোটিফ থাকবে। এরমধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, পালকি, মুগ্ধের পানির বোতল এবং তরমুজের ফালি রয়েছে।
মাঝারি মোটিফগুলোর মধ্যে সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেপাই, তুহিন পাখি, পাখা, ঘোড়া ও লোকজ চিত্রাবলির ক্যানভাস । এছাড়া ছোট মোটিফগুলোর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি থাকবে, বাঘের মাথা, পলো, মাছের চাই, মাথাল, লাঙলল এবং মাছের ডোলা থাকবে ।
এছাড়াও এ বছর ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তরমুজের ফালি মোটিফ হিসেবে রাখা হয়েছে। তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ ও অধ্যাবসায়ের প্রতীক হিসেবে পরিচিত।
তিনি জানান, এবছরের বর্ষবরণে পাহাড়ি ও সমতলের ২৮ জাতিগোষ্ঠীর ৪২৬ জন শিল্পী অংশ নেবেন। এরমধ্যে ম্রো, মারমা, লুসাই, বম, খিয়াং, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, রাজোয়াড়, সাঁওতাল, মাহালী, কোল, মালপাহাড়িয়া, হাজংসহ একাধিক জাতিগোষ্ঠী রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, এবারের শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় ফিরে আসবে।
শোভাযাত্রার দিন ১৪ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশন বন্ধ থাকবে। এই সময়ে এই দুই স্টেশন দিয়ে কোনো যাত্রী উঠতে বা বের হতে পারবেন না।
এদিন বাংলামোটর, বারডেম এবং মৎস্য ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে সড়ক ব্লক থাকবে। শোভাযাত্রা শুরুর পর সাধারণ জনগণ এসব স্থান দিয়ে শোভাযাত্রায় যোগ দিতে পারবেন। র্যালির সময় সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালিমন্দির, রাজু ভাস্কর্যের পেছনে ও ছবির হাটের গেট বন্ধ থাকবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উদ্যাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রার উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপ-কমিটিগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এফএইচ/এসআইএস