ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ভৈরবে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া ও লামিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর গ্রামের নিজ বাড়ি থেকে মায়ের সঙ্গে তানিয়া ও লামিয়াসহ তাদের আরেক বোন নানার বাড়ি চরপাড়া এলাকায় বেড়াতে যায়। দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তানিয়া ও লামিয়া নদীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।  

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।