ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
দাগনভূঞায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ফেনী: ফেনীর দাগনভূঞায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুুর এলাকার মো. সেলিমের ছেলে সিএনজি অটোরিকশাচালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী কোম্পানিগঞ্জের চরহাজারী এলাকার সফিকের ছেলে রাজীব (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। পরে রাজীব নামে অটোরিকশার এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।