নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে গাছ নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার শরিফুল ইসলাম (৫৫) এবং আজিজুল হক (৫৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধুরিয়া এলাকায় সাইফুল ইসলাম ও লালচানের পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা নিজেদের জমি ভেবে মেহগনি গাছ লাগান। পরে জমিজমা মেপে দেখা যায়, গাছটি লালচানদের জমিতে পড়েছে। উভয়পক্ষের সম্মতিতে সাইফুল বুধবার মেহগনি গাছ কাটলেও পরে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পরদিন বৃহস্পতিবার সকালে সাইফুলকে দেখে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। তখন সাইফুল ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেমসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাঁসুয়া দিয়ে তার ওপর হামলা করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই শরিফুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এতে আহত হন আজিজুলসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নিহত দুজন সাইফুলের পক্ষের বলে জানা গেছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআই