ঢাকা: আগামী ৮ মে থেকে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিকে বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যে এ ঘোষণা দিয়েছে কমিশন।
পিএসসি বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানায়। বিজ্ঞপ্তিটি সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির বিষয়টি পিএসসি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। বর্তমান সময়ে ৪৪, ৪৫, ৪৬, এবং ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডার নিয়োগ সংক্রান্ত অন্যান্য জটিলতা নিরসন করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছে পিএসসি। পরিকল্পনায় পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষার বিষয়টিও অগ্রাধিকার পেয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো এবং পরীক্ষাকেন্দ্র নির্ধারণে পিএসসির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়, কারণ পিএসসির নিজস্ব অবকাঠামো নেই। ফলে এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়।
পিএসসি জানায়, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ শিডিউল এবং অন্যান্য বড় পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখতে হয়, যেহেতু একাধিক পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন। এই কারণে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি বাস্তবসম্মত নয়।
এছাড়া, কোনো প্রার্থীর ৪৪তম মৌখিক পরীক্ষা ও ৪৬তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে, পিএসসি তাদের অবগত করলে, মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
এমআইএইচ/এমজে