ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতের কর্মকাণ্ড ও সহযোগিতার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তার আগে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
টিআর/এমজেএফ