ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা: গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের নিউ মার্কেট মোড়স্থ শহীদ স ম আলাউদ্দীন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী প্রমুখ।

বক্তারা বলেন, আমেরিকা মানবাধিকারের কথা বললেও গাজায় ইসরায়েলি গণহত্যার ঘটনায় নিশ্চুপ হয়ে আছে। তারা মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও বাস্তবে তা প্রয়োগ করে না। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় কোকাকোলা নষ্ট করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির এই কর্মসূচিতে যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।