ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ শেষে কর্মজীবীরা ফিরছেন যান্ত্রিক শহরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ঈদ শেষে কর্মজীবীরা ফিরছেন যান্ত্রিক শহরে

মানিকগঞ্জ: চিরচেনা সবুজ গ্রামে প্রিয় জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবীরা জীবন-জীবিকার তাগিদে ফিরতে শুরু করেছেন যান্ত্রিক শহরে।  

রোববার (৬ এপ্রিল) দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ ঈদ আনন্দ শেষে করে ফিরতে শুরু করেছেন যান্ত্রিক শহরে অভিমুখে এমন চিত্রের দেখা মিলে ঢাকা-আরিচা মহাসড়কে।

জানা যায়, রাজধানীর নিকটবর্তী জেলা মানিকগঞ্জের প্রতিটি বাসস্ট্যান্ড ও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ দৌলতদিয়া ঘাটে এসে ফেরি কিংবা লঞ্চে করে পাটুরিয়াঘাট এলাকায় আসছেন। নদীপথ পারের পরে প্রতিজন যাত্রী তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশে গাড়ি বাছাই করে রওনা হচ্ছেন। অধিকাংশ বাসস্ট্যান্ডগুলোতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, বাস চালকরা ভাড়াটা একটু বেশি দাবি করছেন।  

ফরিদপুর জেলা থেকে আসা আকলিমা নামে এক নারী যাত্রী বলেন, ঈদে শ্বশুর শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে ঢাকা ফিরছি। বাড়িতে যাওয়ার সময় জার্নিটা অনেক ভালো লেগেছিল তবে এখন ফিরতে কষ্ট হচ্ছে। কারণ পরিবারের সঙ্গে কাটানো অনেকগুলো স্মৃতি রেখে যাচ্ছি। সর্বোপরি মহান আল্লাহর কাছে শুকরিয়া যে ঈদটা অনেক ভালো কেটেছে আমাদের। দৌলতদিয়াঘাট থেকে লঞ্চে করে পাটুরিয়াঘাটে এসে পৌঁছেছি। তবে এখন ঢাকা যাবো কিন্তু গাড়ির সংকটের কারণে বাসচালকরা ভাড়া বেশি চাচ্ছেন।

নয়াডিঙ্গি এলাকায় সেলিম মিয়া নামে আরও এক যাত্রী বলেন, আমি সিলেটে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি। সোমবার (৬ এপ্রিল) থেকে আমার পুনরায় কর্মজীবন শুরু। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে চাপ একটু বেশি, ঠিক একইভাবে ভাড়াটাও বেশি দাবি করছেন বাসচালকরা।  

পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ ঈদ শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। সকালের দিকে স্বাভাবিকভাবেই যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে, তবে এখন কিছুটা বেড়েছে। ঈদ শেষ করে আসা মানুষ ও যানবাহনগুলোকে নির্বিঘ্নে পারাপারের জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া আছে।  

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে রোববার সকালে তেমন একটা যানবাহন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিছুটা যানবাহন বেড়েছে। মহাসড়কে যাতে কোনো ধরনের ভোগান্তির কবলে যাত্রী ও যানবাহন চালকদের পড়তে না হয়, সেজন্য আমরা তৎপর রয়েছি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।