ঢাকা, রবিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বিমসটেক চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক ইউনূস

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
বিমসটেক চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক ইউনূস

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট- বিমসটেকের চেয়ারের দায়িত্ব পেল বাংলাদেশ।  

শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা  দুই বছরের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

পরে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী বিমসটেকের ওপর জোর দেন।

পাশাপাশি তিনি আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।

বিমসটেকের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো।  

প্রধান উপদেষ্টা বলেন, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিমসটেক সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার পর প্রথমবার বাংলাদেশ এর চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে।

উপস্থিতদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আসুন আমরা একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সুষ্ঠু অঞ্চল গড়তে কাজ করি, যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা। সপ্তম বিমসটেক সম্মেলনে ঢাকায় আপনাদের সবাইকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।