ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রীর চাপ নেই, ফাঁকা আসন নিয়েই চলছে বাস

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
যাত্রীর চাপ নেই, ফাঁকা আসন নিয়েই চলছে বাস

ঢাকা: যাত্রীর চাপ কমেছে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এমন চিত্রই দেখা গেছে।

ঢাকা ছেড়ে যাওয়া এবং ঢাকায় ফেরা- দুই ধরনের যাত্রীই কম।

বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোর আসন ফাঁকা থাকছে। এসব বাস অল্পসংখ্যক যাত্রী নিয়েই ঢাকা থেকে বের হচ্ছে। অন্য দিকে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করা বাস থেকে তাদের নামতে দেখা গেলেও সেই সংখ্যা খুব বেশি নয়।

নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে পরিবার নিয়ে গাবতলীতে এসেছেন মো. নাজমুল। তিনি বলেন, পরিবার নিয়ে গ্রামের বাড়ি দিনাজপুর যাচ্ছি।  আমার ছোট ১০ মাস বয়সী বাচ্চা সঙ্গে যাচ্ছে। ঈদের আগে সড়কে যানজট থাকে। রাস্তার ১২ থেকে ১৩ ঘণ্টার যানজটে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এ কারণে ঈদের সময় বাড়ি যাইনি। এখন রাস্তায় তেমন যানজট নেই, দ্রুত সময়ে বাড়ি যাওয়া যাবে।  

গাবতলীতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. রহমত বলেন, ঢাকায় পরিবারসহ ঈদ করেছি। এখন গ্রামে বেড়াতে যাচ্ছি। আমরা সাধারণত ভোগান্তি এড়াতে ঈদের আগে যাই না। এখন স্বস্তিতে যাচ্ছি, টিকিট কাটা, বাসে ওঠায় চাপ নেই। রাস্তায় যানজট নেই। ভ্রমণে স্বস্তি রয়েছে।  
 
ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রী রাজীব সরকার বলেন, ঈদের তিন দিন আগেই গ্রামে গিয়েছিলাম। ঈদ শেষ করে আজ (বৃহস্পতিবার) ফিরলাম। ঢাকায় ব্যক্তিগত কিছু কাজ আছে। সেগুলো শেষ করে কর্মস্থলে যোগ দেব।

দিগন্ত পরিবহনের স্টাফ মো. মহিদুল বলেন, গাবতলী বাস টার্মিনালে যাত্রী খুবই কম। যাত্রীর তুলনায় বিভিন্ন বাহিনীর ও পরিবহনের কর্মচারী-কর্মকর্তাই বেশি। বেশির ভাগ পরিবহন ফাঁকা যাচ্ছে, ফাঁকা আসছে। আগামীকাল থেকে ঢাকা আসা শুরু করবে গ্রামে যাওয়া মানুষ। কারণ ছুটি শেষ হয়ে আসছে।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মো. সাগর বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোতে যাত্রী এখন অনেক কম। সিট ফাঁকা যাচ্ছে। আবার ঢাকামুখী গাড়িও সব আসনে যাত্রী নিয়ে ফিরছে না। আশা করছি দুই-এক দিনের মধ্যে কর্মজীবী মানুষ পুরোদমে ঢাকা ফিরতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।