ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের জন্য জেআরপি’তে ৯৩৫ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মার্চ ২৪, ২০২৫
রোহিঙ্গাদের জন্য জেআরপি’তে ৯৩৫ মিলিয়ন ডলার সহায়তার আহ্বান

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনাতে (জেআরপি) ২০২৫ সালের জন্য ৯৩৪.৫ মিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও এর অংশীদার মানবিক সংস্থাগুলো জেআরপি ঘোষণার বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ জোগানের আহ্বান জানায়।

জেনেভা থেকে ইউএনএইচসিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের নেতৃত্বে রোহিঙ্গাদের মানবিক সংকটের জন্য ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ঘোষণা করা হয়েছে।

২০২৫ সালের জেআরপিতে জাতিসংঘ এবং তার অংশীদাররা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী বাংলাদেশি সম্প্রদায়ের অগ্রাধিকারপ্রাপ্ত চাহিদা পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে। কারণ শরণার্থী সংকট সপ্তম বছরে প্রবেশ করছে।

২০২৫ সালের জেআরপি কক্সবাজার এবং ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং উখিয়া ও টেকনাফে বাংলাদেশি স্থানীয় সম্প্রদায়সহ ১.৪৮ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর জন্য ৯৩৪.৫ মিলিয়ন ডলারের অনুরোধ করেছে।

২০২৫ সালের জেআরপি ১১৩টি অংশীদারকে একত্রিত করে যার মধ্যে জাতিসংঘের সংস্থা, বাংলাদেশি এবং আন্তর্জাতিক এনজিও রয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই বাংলাদেশের জাতীয় সংস্থা।

২০২৫ সালের জেআরপি পাঁচটি মূল লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে
১.  রোহিঙ্গা শরণার্থী/এফডিএমএনদের মিয়ানমারে প্রাথমিক, স্বেচ্ছাসেবী এবং টেকসই প্রত্যাবাসনের দিকে কাজ করা।

২. রোহিঙ্গা শরণার্থী/এফডিএমএন নারী, পুরুষ, মেয়ে এবং ছেলেদের সুরক্ষা জোরদার করা।

৩. প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া।

৪. আশ্রয়দাতা সম্প্রদায়ের কল্যাণ বৃদ্ধি করা।

৫. দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা।

উল্লেখ্য, জেআরপি প্রতি বছর তৈরি করা হয়। এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য একটি বার্ষিক তহবিল সংগ্রহের দলিল। এই দলিল রোহিঙ্গা শরণার্থী এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় সম্প্রদায়ের মূল্যায়নকৃত এবং প্রকাশিত চাহিদা পূরণে মানবিক সম্প্রদায় কীভাবে সাড়া দেবে তার যৌথ দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে তোলে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।