ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মার্চ ২৩, ২০২৫
মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবক আটক

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে ইউসুফ নামে এক পথচারী যুবক জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। পরে বিক্ষোভকারীরা তাকে খুঁজে বের  করে একটি  জুতার দোকান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়।

রোববার (২৩) মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ উত্তেজিত ছাত্রজনতাকে শান্ত করার চেষ্টা  করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে ওই  যুবককে উদ্ধার করে পুলিশের হাতে  তুলে দেয়।  

বিক্ষুব্ধ ছাত্রজনতার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে।  

এ সময় ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ছাত্র আন্দোলন চলাকালে জয়বাংলা, বঙ্গবন্ধু স্লোগান দেওয়া ওই যুবককে বিক্ষুব্ধ ছাত্রজনতা একটি জুতার দোকানে খুঁজে পায়। পরে দোকান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।