ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
রাস্তায় নারীকে লাঠি দিয়ে পেটানো যুবক ডিবির হাতে গ্রেপ্তার ডিবির জালে মো. রাসেল হোসেন

ঢাকা: সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর ওপর সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবির সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেসব ঘটনার ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন।  

এরই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের তথ্য জানালো ডিবি। কর্মকর্তারা বলছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।