ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশাশুনিতে মরিচ্চাপের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, মার্চ ১, ২০২৫
আশাশুনিতে মরিচ্চাপের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর  বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৪০০ ফুট এলাকায় বেড়িবাঁধের ফাটল ক্রমশই বড় হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কাঁচা বাজারের নির্মাণাধীন সেড ও মসজিদ।

আশঙ্কা দেখা দিয়েছে যেকোনো সময় নদী গর্ভে বিলীন হওয়ার। এতে উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের মানুষ ভাঙন আতঙ্কে রয়েছেন।

স্থানীয় বিএম আলাউদ্দীন বলেন, গত বছর মরিচ্চাপ নদী খননের পর বছর না ঘুরতেই ভাঙন শুরু হয়। দ্রুততম সময়ে ভাঙন রোধ করা সম্ভব না হলে বড়দল খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান শত শত বিঘা জমির তরমুজ ক্ষেতসহ বহু মৎস্য ঘের প্লাবিত হবে। ভেঙে পড়বে আর্থসামাজিক অবস্থা।

আজিজুর রহমান বলেন, বেড়িবাঁধের অনেকাংশ  এরই মধ্যে ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও দুই ফুট আড়াই ফুট অবশিষ্ট আছে। কিন্তু সংশ্লিষ্টদের বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।  

পানি উন্নয়ন বোর্ডের এসও জাহিরুল ইসলাম বলেন, গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ভাঙন প্রবল আকার ধারণ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১, ২০২৫

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।