ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চান্দিনায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, নভেম্বর ১৬, ২০২৪
চান্দিনায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনের উভয় পাশের দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে তুলে মোটা অংকের টাকা জামানত নিয়ে মাসোহারা আদায় করতো প্রভাবশালী মহল। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনের যানজট যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে প্রশাসন।  

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়গা দখল মুক্ত করা হয়। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করেছিল প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁঞা।

সওজ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।