ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, জুলাই ১০, ২০২৩
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ প্রতীকী ছবি

ফেনী: ট্রেনে কাটা পড়ে ফেনীতে অজ্ঞাত এক ব্যক্তি (৪৬) নিহত হয়েছেন।

সোমবার (১০জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর আলোকদিয়া এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনীর আলোকদিয়া এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফেনী রেলস্টেশন পুলিশ ক্যাম্পে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. আমজাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোন ট্রেনে এ ব্যক্তি কাটা পড়েছেন, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।