ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ফেব্রুয়ারি ৬, ২০২৩
গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১০

বরিশাল: বরিশালের গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদেরখাল পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুপুরে সাউদেরখাল পাড়ে ইলিশ স্পেশাল ও বিএমএফ পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের গ্লাস ভেঙে প্রায় ১০ যাত্রী আহত হন।  

তিনি আরও জানান, আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।