ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

৫ ঘণ্টা পর চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ১৮, ২০২৩
৫ ঘণ্টা পর চিলাহাটি-ঢাকা রুটে ট্রেন চলাচল 

নীলফামারী: চিলাহাটি-ঢাকা রুটে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বুধবার (১৮ জানুয়ারি) বেলা দুইটায় এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সকাল ৯টায় নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিনকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হন।  

দুর্ঘটনার পর এই রুটে রেল চলাচল ব্যাহত হয়।  

আহদের মধ্যে রূপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালী এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমানের নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন ছেড়ে কিছুটা সামনে এগোচ্ছিল। এ সময় আগে থেকে দাঁড়িয়ে থাকা মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিনের সঙ্গে সেটি ধাক্কা খায়। এতে রূপসার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করে নামতে থাকেন ট্রেন থেকে। এতে অন্তত ১০ জন আহত হন।  

স্টেশন সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও বলা যাচ্ছে না। কোনো ট্রেন বা ইঞ্জিন স্টেশন ছেড়ে গেলে স্টেশন মাস্টারকে সঙ্গে সঙ্গে অবগত করতে হয়। পয়েন্টসম্যানের দায়িত্বে থাকা শ্রমিকরা তখন ট্রেন চলাচলের জন্য রেললাইনের পয়েন্টগুলো মিলিয়ে দেন। কিন্তু কীভাবে একই লাইনে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ও মিতালী ট্রেনের ইঞ্জিন গিয়ে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে জানা যাবে। ঘটনার পর থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।