ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, ডিসেম্বর ৩০, ২০২২
সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, এই মৌসুমে নবম দিনের মতো ভারী কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হলো। এই নৌপথে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ফেরি বন্ধ থাকে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু হয়।

তিনি আরও বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট চালু রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।