ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে হত্যা, ৬ বছর পর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ডিসেম্বর ২০, ২০২২
বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে হত্যা, ৬ বছর পর গ্রেফতার

ঢাকা: লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৪৯) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১৬ সালে লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ২০১৬ সালের ঘটনায় গত ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন আদালত।

নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি পাঁচ মাস সাজা ভোগ করে। পরে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।